গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা পদবি ও বেতন বৈষম্যের শিকার। স্বাধীন বাংলাদেশে সরকারি দপ্তরে এ বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক
কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন এবং বৈষম্যমুক্ত নবম পে-কমিশন গঠন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসির খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, আয়োজক সংগঠনের মহাসচিব বেলাল হোসেন, কর্মচারী নেতা জাকির হোসেন, লুৎফর রহমান, এনামুল হক মজুমদার, শাহাদৎ হোসেন, ছালজার রহমান, নোমান আল আজাদ, নজরুল ইসলাম, মোখলেছুর রহমান, জাহিদুর রহমান, রবিউল ইসলাম জোয়ার্দার, আশিকুল ইসলাম খান প্রমুখ। নুরুল হক নূর বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা থাকা দরকার। যদি কর্মচারীদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করা না হয়, তাহলে তাদের কাছ থেকে ভালো সেবা প্রত্যাশা করা যাবে না। ৯ বছর আগের বেতন কাঠামো দিয়ে এখন কোনোভাবেই একজন কর্মচারীর জীবনধারণ করা সম্ভব নয়। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।