সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তিন নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে গত চার বছরে প্রায় ৬ হাজার ৯৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গতকাল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়ে এ অভিযোগ জানায় ঢাকা সিএনজি অটোরিকশা মালিক সমিতি।
লিখিত অভিযোগে সংগঠনটির সাধারণ সম্পাদক হানিফ খোকন বলেন, সড়ক পরিবহন আইনের তোয়াক্কা না করে তারা চাঁদাবাজির মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এজন্য দুদককে অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নেতা। অন্য অভিযুক্তরা হলেন- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।