বাংলাদেশ ও ভারত সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে লুসহ মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে আলোচনা করবেন। গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফরে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লু ভারতের দিল্লিতে যাবেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযোগিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারতের বিজনেস কাউন্সিলের আয়োজিত নারীদের অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সামিটে ওয়াশিংটনের সহযোগিতার কথা তুলে ধরবেন।
এ ছাড়া, লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহসভাপতিত্ব করবেন। সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপক্ষীয় অংশীদারি বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।
লুর ঢাকা সফর নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় লু মার্কিন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। মার্কিন প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।