সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ি টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে ফের আন্দোলন করেছেন তাঁর ভক্তরা। গতকাল বেলা ২টা থেকে রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে তারা বিক্ষোভ করেন। সাকিব ভক্তরা স্লোগান দিতে থাকেন, ‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’, ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।’ তাদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাঁকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক। তাদের এ আন্দোলনে হঠাৎ হামলার ঘটনা ঘটে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুর থেকে সাকিব ভক্তরা অবস্থান নিয়ে স্টেডিয়ামের সামনের রাস্তায় বসে তাদের দাবি জানাতে থাকেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি চলার একপর্যায়ে বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর গেটের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন। সাকিব ভক্তদের বিপরীত দিক দিয়ে ধাওয়া দেওয়া হয়। স্টেডিয়াম চত্বর কখনো সাকিব ভক্ত আবার কখনো সাকিববিরোধীদের দখলে ছিল। এভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বিকাল ৫টা পর্যন্ত। সাকিব ভক্ত একজন বলেছেন, দুপুর থেকে সাকিবকে দেশে ফিরিয়ে এনে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আমরা প্রায় শতাধিক সাকিব ভক্ত স্টেডিয়ামের বাইরে অবস্থান নিই। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সাকিবের পক্ষে আমরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলাম। হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরও ধাওয়া দেয়। বিকাল পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাকিববিরোধীদের হামলায় আমাদের সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। জানা গেছে, সাকিবের পক্ষে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন সাকিব ভক্তরা। দুপুরে স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগও দাবি করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সাকিব ভক্তদের শান্তিপূর্ণ অবস্থানে কোনো বাধা দেননি। সাকিব ভক্তরা নিজেদের দাবিদাওয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। সাকিববিরোধীরাও দলে দলে বিভক্ত হয়ে ‘সাকিব ভুয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। পুরো ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দল মাঠের ভিতরে অনুশীলন করছিল। অনুশীলন শেষে হোটেলে ফেরার সময় মিছিল, স্লোগান ও হট্টগোলের শব্দ কানে গেছে তাদের। দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের কেউ কেউ ঘটনা সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন। কঠোর নিরাপত্তায় মাঠ ছেড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বাসের ভিতর থেকে ভিডিও করেছেন। মিরপুর স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে কয়েকদিন আগে থেকেই। গতকালও সকাল থেকে মিরপুর-২ নম্বর মোড় থেকে অপর প্রান্তে প্রশিকা মোড় এবং আরেক দিকে ন্যাশনাল বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। পাশাপাশি উল্লেখসংখ্যক সেনাবাহিনীর উপস্থিতিও ছিল। তবে এসব নিয়ে কথা বলতে রাজি হননি পুলিশ, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউই। গত ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান, নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। বিসিবি সভাপতি শুরুতে নিরাপত্তার আশ্বাস না দিলেও পরে সাকিবকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন। সাকিবকে রেখেই ঘোষিত হয় প্রথম টেস্টের দল। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওনাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়। ওই দিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করে একদল। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত দুই দিন ধরে বিক্ষোভ করছেন তাঁর ভক্তরা।
শিরোনাম
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল
- টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
- দেশের সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করেছেন জিয়াউর রহমান : রুমানা
- স্ত্রীর ইচ্ছে পূরণে বট-পাকুড় গাছের বিয়ে