রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ফিরে আসে মশালমিছিলটি। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সমন্বয়ক আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, সানজিদা আফিয়া অদিতি, উমামা ফাতেমা, হাসিব আল ইসলাম, আবদুল হান্নান মাসুদ, আবদুল কাদের, হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাসেল আহমেদসহ অনেকেই বক্তব্য প্রদান করেন।
রংপুর : একই দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল হয়েছে। গত রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল শহীদ আবু সাঈদ চত্বর হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যায়। সেখান থেকে খামার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।