সাতক্ষীরার তালা উপজেলায় একটি মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. শরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাজু গাজী (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে। গতকাল বিকাল ৩টায় শাহপুর হাফিজিয়া মাদরাসার ভিতরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩টার দিকে খাওয়াদাওয়া শেষে মাদরাসায় যান। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদরাসার ভিতরেই পেছন দিক থেকে গাছ কাটা দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। তারা বলেন, ‘রাজু নেশাখোর। অতিরিক্ত মাদক গ্রহণ করায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।’
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।