জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিন নির্ধারণের কথা রয়েছে আজ ১৩ নভেম্বর। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। তবে রায়ের দিনক্ষণ নির্ধারণ ইস্যুতে গত তিন দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের এসব ঘটনায় জনমনে এক ধরনের
উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। গতকালও রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী সাভারে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনায় তালা দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। তবে রমনা ও উত্তরায় গাড়ির অগ্নিকাণ্ড যান্ত্রির ত্রুটির কারণে বলে জানিয়েছে পুলিশ। বেলা সাড়ে ১২টায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রমনা থানার সামনে পুলিশের একটি গাড়ি আগুনে জ্বলতে দেখা যায়। এ বিষয়ে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তারও আগে গতকাল সকাল সাড়ে ৭টায় উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, উত্তরার জসীমউদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়।
মিরপুর ও ধানমন্ডিতে ককটেল হামলার ঘটনায় জুলাই প্রামাণ্যচিত্রের আয়োজন পণ্ড হয়ে গেছে। রাত ৯টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে রাখা কোচে আগুন দিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আগুনে কোচের কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। রাত ১০টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার কাছে ও শান্তিনগর টুইন টাওয়ারের সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মৌচাকে ফরচুন শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিএসসি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাশে চলমান এক প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ককটেল বিস্ফোরণের ঘটনায় জাহাঙ্গীর আলম চাকলাদার নামে এক পথচারী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে এবং ভীতি ছড়াতে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর টিএসসি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সামনে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুজন বাইক আরোহী অটোরিকশায় অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যাত্রী বেশে দুজন যুবক অটোরিকশায় আগুন দিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ১ : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। গতকাল তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।