জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাক্সক্ষা পূরণ হয়নি।
গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা প্রমুখ।
সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের যে অভিপ্রায় ছিল-জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কী কী বিষয়ে সংস্কার হলো। কিন্তু একই দিনে গণভোট হলে জনগণ এ বিষয় সম্পর্কে জানল না। এখন একটা সংকট তৈরি হবে। এ সময় তিনি জানান, ‘আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় আমাদের নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ ও আদেশের ওপর বিস্তারিত আলোচনা করা হবে। সেখানে আমাদের লিগাল এক্সপার্টরা থাকবেন। বৈঠকে সব বিষয়ের খুঁটিনাটি পর্যালোচনা করব। পরে এ ব্যাপারে আপনাদের বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।’
গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি, প্রত্যেকটি নির্বাচনে কমবেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা ও বিশৃঙ্খলা হয়ে থাকে। এতে দু-পাঁচটি কেন্দ্র বন্ধ হয়ে গেল বা স্থগিত হয়ে গেল-এমন ঘটনায় জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো। তাহলে সেদিন গণভোটের দশাটা কী হবে? এর কোনো জবাব নাই। তিনি আরও বলেন, ‘আমরা এ সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি এবং দেশপ্রেমিক দল দাবি করে আসছি, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই যাবে।’