শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আইনবিদের মুখোমুখি

আইনবিদের মুখোমুখি

দিলরুবা শারমীন আইনজীবী ও মানবাধিকারকর্মী

সমস্যা

আমার স্বামী জার্মান প্রবাসী। দেশে এসেই পারিবারিকভাবে আমাকে বিয়ে করেন। তখন দুই মাস ছিলেন। এরপর পাঁচ বছর ধরে প্রবাসেই থাকছেন। তিনি আমাকে কোনো রকম খরচাপাতি দেন না। হঠাৎ একদিন জানতে পারি, প্রবাসে তার স্ত্রী আছে এবং তারা সেখানে সুখে-শান্তিতে সংসার করছেন। এমনকি তার জার্মান স্ত্রীর সঙ্গেও আমার কথা হয়। স্ত্রীর মতে, এটা কোনো ব্যাপার নয়। আমার স্বামী যখন দেশে যাবে তখন তোমার স্বামী। আবার যখন এখানে আসবে তখন আমার। এদিকে আমার স্বামী আমার সঙ্গে কোনো কথা বলেন না বা আমাকে তালাকও দেন না। আমি কিছুই বুঝতে পারছি না যে কী করব।                                             - নূসরাত তানহা, ঢাকা।

সমস্যা

আপনার স্বামী রীতিমতো অন্যায় করেছেন। আইনের চোখে তিনি অপরাধী। আপনি চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। যদিও ঝামেলা বেশি, তবে সঠিকভাবে এগোলে আপনি বিজয়ী হবেন। কিন্তু আমার কথা হলো, আপনারা যারা বিদেশে বসবাসরত ছেলেদের বিয়ে করেন তারা কীভাবে ছেলেটির বিষয়ে সব কিছু না জেনে বিয়ে করেন? আপনার স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে আপনার যে কথোপকথন পড়লাম সেটাতে আমি বিস্মিত। তার এসব আলাপের পরিপ্রেক্ষিতে আপনি চাইলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনার এই মুহূর্তে প্রয়োজন একজন পারিবারিক আইন বিশেষজ্ঞর সঙ্গে আলাপ করা আর একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞও আপনাকে সাহায্য করতে পারেন। তবে সবচেয়ে জরুরি যেটা তা হলো আপনি আপনার বিয়ে বা আপনার স্বামীর যাবতীয় কাগজপত্র সংগ্রহ করুন।

সর্বশেষ খবর