শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : অঞ্জন’স

সমস্যা

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। মাঝারি গড়ন, গায়ের রং ফর্সা। বান্ধবীদের সঙ্গে এবারের মাতৃভাষা দিবসে প্রাত শোভাযাত্রায় অংশ নিতে চাচ্ছি। এই দিনের পোশাক এবং কেমন সাজ মানানসই হবে?

— রাফা, ঢাকা

 

 

সমাধান

এই দিনে সাদা-কালো নির্ভর পোশাক প্রাধান্য পাবে। সেটা থ্রি-পিস বা শাড়ি হতে পারে। বিশেষ দিনে মেয়েদের পছন্দ আটকে যায় শাড়িতে, আপনিও বেছে নিতে পারেন সাদা কালোর মিশেলে সুতি কোনো শাড়ি। এ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলো আলপনা, নানা ডিজাইনে বর্ণমালা দিয়ে শাড়িগুলো সাজিয়ে থাকে। এর ভিতর থেকে বেছে নিতে পারেন পছন্দের যে কোনো শাড়ি। এই দিনে মেকআপ হবে খুবই সাদামাটা। প্রথমেই মুখে বরফ ঘষে হালকা করে রেগুলার ক্রিম মেখে নিন। তারপর হালকা বেজ মেকআপ, চোখে হালকা বা গাঢ় কাজল হবে উত্তম। মনে রাখতে হবে, এমন সাজে রঙিন আইশ্যাডো বেমানান। ঠোঁটে হালকা রঙের গ্লসি লিপস্টিক বা লিপজেল ভালো মানাবে। ডার্ক রঙের লিপস্টিকও খারাপ লাগবে না। চুল খোলা রাখতে না চাইলে হালকা বাঁধনে খোঁপা করে নিলে ভালো লাগবে। এই দিনে কেউ কেউ মাথায় ২১শে ফেব্রুয়ারির বিশেষ ব্যাচ বা ফুলের রিং পরে থাকেন। কপালে থাকতে পারে যে কোনো আকারের কালো টিপ। সাদাকালো চুড়ি দিয়ে হাত সাজাতে পারেন।  এক্ষেত্রে কাচের চুড়ি বেশি উপযোগী হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর