শুক্রবার, ৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

পরামর্শ দিয়েছেন বায়োজিন কসমেসিউটিক্যালসের রূপ বিশেষজ্ঞ ডা. তাসনুভা তারান্নুম

সমস্যা

আমার বয়স ২৮ বছর। কাজের প্রয়োজনে দিনের বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয়। ত্বকের যত্ন ঠিকঠাক মতো নেওয়া হয় না। ত্বক কিছুটা তৈলাক্ত। ইদানীং ব্রণের সমস্যার সঙ্গে মেছতার সমস্যা দেখা দিয়েছে। ত্বকের এই সমস্যা আমাকে প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এখন আমি কী করব?

— তাকওয়া তাবাসসুম সারা, যশোর।

 

সমাধান

মেছতা হওয়ার অন্যতম কারণ অপরিচ্ছন্ন ত্বক। ঘরোয়া উপায়ে মেছতা দূর করা ও ত্বক পরিষ্কার করা যায়। সেজন্য নিয়মিত লেবুর রস ঘষে ত্বক পরিষ্কার করতে পারেন। এতে ত্বক ব্লিচিং করার উপাদান আছে যা ত্বকের যে কোনো প্রকার দাগ দূর করে থাকে। এ ছাড়া পানি দিয়ে মুলতানি মাটির পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে দাগ সারাতে সাহায্য করে।

এরপরও যদি কাজ না হয়, আপনি ঘরে বসে রিভিট মাইক্রোডারমাব্রেসন করতে পারেন এবং এর পাশাপাশি গ্লাইস্কিন কেয়ার ক্রিম লাগাতে পারেন। মাসে ২ বার বায়ো হাইড্রাফেসিয়াল নিলেও ত্বকের অনেক উপকার পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর