শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

পরামর্শ দিয়েছেন মিমোসা অর্গানিক স্যালনের রূপ বিশেষজ্ঞ - মনিরা রহমান

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ২৬, পেশায় গৃহিণী। আমার চুল ২০-২২ ইঞ্চি লম্বা। সিল্কিও আছে বেশ। কিন্তু ইদানীং চুল ঝরছে অনেক। নতুন করে গজাচ্ছেও না তেমন। ফলে আগের তুলনায় পরিমাণে একদমই কমে গেছে। এমন অবস্থায় খুব বিপাকে পড়ে গেছি। নতুন করে চুল গজানো ও বৃদ্ধির উপায় কি?    

মান্নাত জাহান, বিক্রমপুর।

 

সমাধান

মাথার চুল সারা বছরই কমবেশি ঝরে আবার গজায়। এটি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারও ক্ষেত্রে এর প্রবণতা বেশ ভয়ঙ্কর। চুল গজানোর চেয়ে ঝরেই বেশি। অল্পদিনেই চুলের পরিমাণ কমে যায় হতাশাজনক পর্যায়ে। এই অবস্থায় আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে অ্যালোভেরার একটি প্যাক। এ জন্য একটি পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, পিয়াজের রস ২ চা চামচ, আদার রস ২ চা চামচ, রসুন ১ চা চামচ নিন। ভালো করে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। ভালো ফল পেতে মাসে দুইবার প্যাকটি নিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর