প্রিন্ট ভার্সন
শীতের আগে তকতকে শীতের আগে তকতকে

শীতের হাওয়া উড়িয়ে দেয় গরম বাতাস। মনেপ্রাণে দোলা লাগে অন্যরকম ভালো লাগার। এই আবহাওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে শুষ্কতা। তার প্রভাব এড়ায় না আমদের ত্বক। ফলাফল শীতের আগে রুক্ষ শুষ্ক ত্বক। কিন্তু এমন ত্বক দেখতে নিশ্চয় কারোই ভালো লাগবে না। মন চাইবে সব ঋতুতে তকতকে থাকতে। ত্বকের সৌন্দর্য একই রকম বজায় রাখতে। শীতের আগের এই সময়টাতে ত্বকের যত্নের সাতসতের নিয়ে বিস্তারিত লিখেছেন - তানিয়া…