শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিয়ে-পার্টির সিনেফটোগ্রাফি

নূরজাহান জেবিন

বিয়ে-পার্টির সিনেফটোগ্রাফি

বিয়ের মতো স্মরণীয় ঘটনার প্রতিটি মুহূর্ত সবার কাছে ভীষণ স্পেশাল। তিন দিনের এত জাঁকজমক, হৈ-হুল্লোড়, সাজগোজ, বিয়ের প্রতিটা খুঁটিনাটি মুহূর্ত বারবার ফিরে দেখার জন্য চাই ফটোগ্রাফি। তাই ওয়েডিং ফটোগ্রাফির গুরুত্ব তাই দিন দিন বাড়ছে। একদিকে ভালো ছবি দরকার, অন্যদিকে দরকার অভিজ্ঞ ফটোগ্রাফার। আবার বাজেটটাও হতে হয় সাধ্যের মধ্যে।

 

ওয়েডিং ফটোগ্রাফি মানে যে, শুধু বর-কনের সঙ্গে আত্মীয়দের পোজ দেওয়া ছবি, তা নয়! ওয়েডিং ফটোগ্রাফিতে এখন গুরুত্ব পাচ্ছে ক্যানডিড মোমেন্ট। কনের স্বতঃস্ফূর্ত হাসিঠাট্টা, সাজগোজের প্রস্তুতি, বরের সঙ্গে খুঁটিনাটি সবই ক্যামেরাবন্দী হচ্ছে। বিয়ের দিন ছবি তোলা হয় ডকুমেন্টারি মুডে। অর্থাৎ বিয়ের দিন সকালে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে এবং রিসিপশন পর্যন্ত সবকিছু ধরা থাকে অ্যালবামে। সঙ্গে থাকে ক্যামেরার কারসাজি। এতে ড্রোন দিয়ে তোলা ছবিও যে আলাদা মাত্রা পায় তা বলাই বাহুল্য। অ্যালবামেও এসেছে নতুনত্ব। এখন আর সাদামাটা ছবির প্রিন্ট আউট নয়, বরং গোটা অ্যালবামের প্রতিটা পাতাই একটা ছবির মতো তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা পাতা একে অপরের থেকে আলাদা। কোনোটায় কোলাজ তো কোনো পাতা জুড়ে বর-কনের ছবি। এ প্রসঙ্গে ভিডিওগ্রাফির কথা বলতেই হয়।  ছবির মতো ভিডিওগ্রাফিতে এসেছে আমূল পরিবর্তন। এখন সবার হাতেই সময় কম। কেউই দুই-তিন ঘণ্টার ভিডিওগ্রাফি দেখতে আগ্রহী নন। তাই ভিডিও তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্যরে। অনেকে মূল ভিডিওর সঙ্গে তৈরি করছেন ট্রেলার। গান, মিউজিক এবং ক্যামেরার ক্যারিকুরিতে ট্রেলার তৈরি করা হচ্ছে একেবারে সিনেমার মতোই। সামাজিক যোগাযোগে প্রকাশের জন্য টিক টক মোমেন্টও এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফিতে বর্তমানে দারুণ  জনপ্রিয় প্রি ওয়েডিং ফটোগ্রাফি। বিয়ের আগে হবু বর-কনে নিজেদের কিছু একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দী করছেন। অনেকে এর জন্য পাড়ি দিচ্ছেন ছোট্ট ট্রিপ। সঙ্গে             থাকছেন ফটোগ্রাফারের টিম ও মেকআপ আর্টিস্ট। তবে ফটোগ্রাফার ঠিক করার পর তার সঙ্গে আপনার রুচি, চাহিদা, পছন্দ নিয়ে কথা বলে নিন।

সর্বশেষ খবর