শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

শুষ্ক মৌসুমে আমার ত্বক-চুল দুই-ই রুক্ষ হয়ে যায়। ত্বকে তৈলাক্ত ক্রিম এবং চুলে কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার করার পরেও কাক্সিক্ষত ফলাফল পাচ্ছি না। ঘরোয়া উপকরণ দিয়ে ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখার সমাধান কী?

রিনি ইসলাম, মাগুরা।

 

সমাধান

খুব সাধারণ কিছু উপকরণের ব্যবহার আপনার এই সমস্যার সমাধান করা সম্ভব। এর জন্য ঘরোয়া উপকরণই যথেষ্ট। একটি বাটিতে ১টি পাকা কলা, ১ চা চামচ মধু, নারিকেল তেল বা তিলের তেল অথবা নারিকেলের দুধ ১ টেবিল চামচ নিন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ত্বকে ও চুলে লাগান। প্যাকটি মাথার ত্বকে ঘষে পুরো চুলে ভালোভাবে লাগাতে হবে। ১৫ মিনিট পর হাতে সামান্য পানি নিয়ে ত্বকে ম্যাসাজ করে ধুয়ে নিন। অপরদিকে চুলের জন্য অপেক্ষা করতে হবে ৪০ মিনিট। তারপর ভালোকরে ধুয়ে শ্যাম্পু করে নিন। এই প্যাকের ব্যবহার সপ্তাহে একবারই যথেষ্ট।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক সলিউশন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর