শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফ্যাশনে ভুল নয়

ফ্যাশন ট্রেন্ডে আজ এটা তো কাল ওটা। তবে ভুল ফ্যাশনে হাসির পাত্র না হতে চাইলে পড়ুন এই ফিচার।

নূরজাহান জেবিন

ফ্যাশনে ভুল নয়

ছবি : ফ্রাইডে

ফ্যাশনে অনন্য হয়ে উঠতে কে না ভালোবাসেন! ফ্যাশন পোর্টাল, ইউটিউব এবং ম্যাগাজিনগুলোতে হরহামেশাই যুক্ত হচ্ছে নিত্যনতুন ট্রেন্ড। অনেকেই মনে করেন ফ্যাশন মানে একগাদা মেকআপ। ধারণাটা ভুল। ফ্যাশন মানে সব কিছুর সামঞ্জস্যতা। ফ্যাশন করতে গিয়ে কিছু ভুল আমাদের করে তোলে হাসির পাত্র। তাই জেনে নিন ফ্যাশনের ভুলগুলো।

 

♦  বাইরে বেড়াতে গেলেই কি এত এত গয়না পরতে হবে, এমনটা ঠিক নয়। আপনার পোশাক আর সাজের সঙ্গে যতটুকু গয়না প্রয়োজন ঠিক ততটুকুই পরুন। নিজেকে চলতে-ফিরতে জুয়েলারি দোকান বানিয়ে লাভ কী!

♦  কথায় রয়েছে, যা পেয়েছেন তার সদ্ব্যবহার করুন। কিন্তু কতটা নিজের জন্য প্রয়োজন তা আমরা অনেকেই বুঝতে পারি না। বুকের খাঁজ বা শরীরের ভাঁজ দেখানো বা খুব ছোট টপ পরে বের হলেই সব সময় নিজের আবেদন বাড়ে না। উল্টো ফ্যাশন সেন্স নিয়েই হাসাহাসি করবে লোকজন। টাইট ফিটিংস বা বেশি খোলামেলা পোশাক তো আর সবার জন্য নয়। এটাও বুঝতে হবে।

♦  যে পোশাকে আপনাকে অশ্লীল লাগছে না কিন্তু বেমানান লাগাতে পারে সেই পোশাক যতই ইভেন্ট ফ্রেন্ডলি হোক, এড়িয়ে চলুন। ঢলঢলে গাউন বা টাইট ফ্রকে সবাইকে মানায় না। এক্ষেত্রে কোনো ইন্দো-ওয়েস্টার্ন পোশাক বেছে নিতে পারেন। বেমানান লাগবে না।

♦  কখন, কার বাড়িতে, কী অনুষ্ঠানে যাচ্ছেন- এটা সব সময় মাথায় রাখবেন। এমনকি মাথা থেকে পা পর্যন্ত পুরো সাজটা খুঁটিয়ে দেখে নিন বের হওয়ার আগে। সমুদ্রের ধারে পাতলা শিফন শাড়ি পরে ঘুরলে ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে!

♦  মেকআপের ব্যাপারে আমরা অনেকেই জ্ঞান রাখতে পারি না। হালকা মেকআপই ঠিক আছে কিন্তু দিনের বেলা বাড়িতে প্যানকেক লাগিয়ে ঘোরাফেরা করেন, তাহলে তার সম্পর্কে আর কী-ই বা বলার থাকতে পারে। মন ভালো নেই বা অনীহায় ফরমাল ফাংশনে কেউ যদি এক্কেবারে নো-মেকআপ লুকে হাজির হন, সেটাও ভীষণ অদ্ভুত লাগবে। নষ্ট হবে গেটআপ।

♦  জুতার ব্যাপারে আমরা বেশ অনীহা প্রকাশ করি। কিন্তু যদি এমন কোনো জুতা পরে বাইরে যাই, যাতে খুব একটা কমফোর্টেবল নয়, তাহলে পুরো ফ্যাশনটাই যাবে জলে। হাইহিল পরে বার বার পা মচকানো বা টাইট জুতা পায়ে ফোসকা পরার চেয়ে বরং ফ্যাশন না করাই ভালো।

♦  বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু অনেকেই তা মানতে নারাজ। তাই চল্লিশের পর মধ্য কুড়ির ফ্যাশন স্টেটমেন্ট ফলো করে অন্যের হাসির খোরাক হয়ে ওঠেন তারা। এমন পরিস্থিতি এড়াতে বয়স বুঝে ফ্যাশন স্টেটমেন্ট বেছে নিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর