প্রিন্ট ভার্সন
গরমে আরাম গরমে আরাম

গ্রীষ্মের খরতাপে ঘেমে নেয়ে একাকার। এই সময়ে সাধারণত বাইরে বের হওয়া মানেই অস্বস্তিকর গরমে অস্থির হওয়ার জোগাড়। গ্রীষ্মকালের রূপটাই বুঝি এমন। চারদিকে বিরাজ করবে তীব্র গরম। আর তাই ভিন্ন রকম অস্বস্তি থেকে নিজেকে রক্ষা করতে চলে নানা কলাকৌশল।   গরম থেকে বাঁচতে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় পোশাককে। এই সময়ের উপযোগী করে মোলায়েম কাপড়ে হাজারো রঙের সংযোজন ঘটিয়েছে এখনকার পোশাকগুলো।…