শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : শোভন মেকওভার

সমস্যা

কিছুদিন আগেও আমার ত্বক অনেক উজ্জ্বল ছিল। কিন্তু ইদানীং রোদে থাকার পরিমাণ বেড়ে যাওয়ার পর ত্বক পুড়ে তামাটে হয়ে গেছে। আগের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এখন আমার করণীয় কী?

                                                       তোয়া আহনাফ, যশোর।

 

সমাধান

সূর্যের রশ্মি ত্বকে প্রবেশ করে আর মেলানিন উৎপাদনে উদ্বুদ্ধ করে। আর এই প্রক্রিয়ায় ত্বক তামাটে হয়ে ওঠে। তবে বারবার রোদের সামনে উন্মুক্ত হয়ে পড়ার জন্য ত্বকের বাইরের ও ভিতরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে ত্বকে বয়সের ছাপ ফেলে দেয়। ত্বক শিথিল হয়ে কুঁচকে যেতে শুরু করে। এ ক্ষতি সহজে সারিয়ে ওঠাও সম্ভব হয় না। তাই রোদ থেকে ঘরে ফিরেই ঠান্ডা জায়গায় কিছুক্ষণ বসতে হবে। তারপর ২ টেবিল চামচ টকদই ও ১ চা চামচ পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে সমস্ত ত্বকে লাগিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। তারপর হালকা ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এ ছাড়া কঁচি শসার রস ৪ টেবিল চামচ ও ২ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতে-মুখে লাগাতে পারেন। এবার ১০ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে নিন। ত্বকের ক্ষতি কাটিয়ে উঠতে এ মিশ্রণটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর