শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মেকআপ টিপস

স্কিন ও মুখের শেপ বুঝে মেকআপ না নিলে দেখতে ভালো দেখায় না।  আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ডিম্বাকৃতির চেহারার মেকআপ কেমন হওয়া উচিত? আসলে এমন ফেস আকৃতিতে যে কোনো মেকআপই মানাবে। এক্ষেত্রে আলাদা করে কোনো নিয়ম নেই। সাধারণ নিয়মে মেকআপ নিলেই হবে। মেকআপ করার আগে মুখ পরিষ্কার করে ময়েশ্চার লাগান। তারপর টোনার লাগান। যেহেতু বর্ষার  মৌসুম, তাই হালকা মেকআপই হবে সময়ের আদর্শ। তাই ব্লাশন, লিপস্টিক, আইশ্যাডো সব একসঙ্গে লাগাবেন না। তবে হালকা শেড (নিউট্রাল) ব্যবহার করাই শ্রেয়। আর মুখের যে কোনো একটি অংশ হাইলাইটস করুন। চোখে বোল্ড কালার লাগালে শুধু কাজলই যথেষ্ট। স্মোকি আইজে হালকা লিপস্টিক বেশ মানাবে। চিকবোন হাইলাইটস করতে চাইলে চোখ ও ঠোঁট হালকাভাবে সাজান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর