শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : ফ্রাইডে

সমস্যা

আমার বয়স ২৫ বছর। আমার ত্বক তৈলাক্ত প্রকৃতির। বর্ষার মৌসুম চলছে। এ সময় আমার ত্বকে কী ধরনের ফেসিয়াল উপযোগী। আর সময়োপযোগী ময়েশ্চারাইজার হিসেবে এ সময় কেমন প্রোডাক্ট ব্যবহার করতে পারি। পরামর্শ চাই...

আদ্রিয়া নীল, চট্টগ্রাম

 

সমাধান

তৈলাক্ত ত্বকের জন্য সবার আগে প্রয়োজন ডিপ পোর ক্লেনজিং। ক্লেনজিংয়ের পরে ত্বক পরিষ্কার করার জন্য স্ক্রাব ব্যবহার করুন। তিন চা-চামচ ওটমিলের সঙ্গে এক চা চামচ করে মধু, দই ও লেবুর রস মিশিয়ে নিন। পুরো মুখে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে ঠান্ডা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সম্ভব হলে সপ্তাহে অন্তত একদিন কমলা বা মাল্টার রস দিয়ে মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। আর পার্মানেন্টলি ত্বকের তৈলাক্তভাব কমাতে ভালো কোনো পারলার বা বিউটি ক্লিনিকে গিয়ে অয়েল ট্রিটমেন্ট করিয়ে প্রবলেমটি একেবারে সারিয়ে ফেলতে পারেন। এ ছাড়া বর্ষার মৌসুমে জেল বেসড প্রোডাক্ট ব্যবহার করতে হবে। মূলত এসব কসমেটিকসে প্রাকৃতিক উপাদান যেমন- মুলতানি মাটি, চন্দন, নিম, তুলসী, টি-ট্রি অয়েল, অরেঞ্জ, অ্যালোভেরা ইত্যাদি থাকতে হবে। আর এই উপকরণ সমৃদ্ধ কোনো আয়ুর্বেদিক ফেসিয়াল পেলে সেটা ব্যবহার করতে পারেন।

 

পরামর্শদাতা-
শোভন সাহা (কসমোলজিস্ট)
শোভন মেকওভার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর