শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : শোভন মেকওভার

সমস্যা

আমার বয়স ২৫। চাকরির কারণে রোদ-বাদলে বেড়াতে হয়। ফলাফল অর্ধেক চেহারায় সেই দাগ বাকিটা অন্য। অর্থাৎ সানবার্নের সমস্যা। পাশাপাশি আমার স্ক্রিনে ক্রনিক পিগমেন্টেশনও দেখা দিয়েছে। সমাধান জানালে উপকৃত হবো।

নিশাত নাওয়ার, কুমিল্লা

 

সমাধান

ক্রমিক পিগমেন্টেশন কখনো একেবারে ভালো হয় না। সারা জীবনই ভালো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে পিগমেন্টেশন কমিয়ে আনতে হয়। অন্যথায় ক্রনিক পিগমেন্টেশন আরও ছড়িয়ে পড়বে এবং দাগগুলো আরও গাঢ় আকার ধারণ করতে পারে। তখন সেই দাগ দূর করা অনেকটাই কঠিন হয়ে পরবে। সানবার্ন এবং গিপমেন্টেশন কমাতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আপনার স্কিন ড্রাই হলে টক দই দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে স্কিন সেনসিটিভ না হলে সঙ্গে কমলার খোসা বেটে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে পিগমেন্টেশনের দাগ হালকা হয়ে যাবে। এ ছাড়া মধু ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে ফেলুন। প্রতিদিন ডার্ক প্যাচের উপরে লাগাতে থাকুন। সপ্তাহে দুই দিন ফেস মাস্ক হিসেবে মিশ্রণটি ব্যবহার করতে পারেন। গ্রাউন্ড আমন্ড আর দই একসঙ্গে মিশিয়ে নিন। এ মিশ্রণটিও মুখে লাগাবেন। এসবের বাইরেও বাড়তি সতর্কতা হিসেবে দিনে বা রোদে বাইরে বেরোনোর আগে অবশ্যই ভালো করে সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন। আপনার ত্বকের প্রয়োজনীয়তা অনুযায়ী উচ্চ এসপিএফ-যুক্ত সানস্ক্রিন লাগাবেন। শুধুমাত্র সান প্রোটেকশন দিয়ে চলবে না। রোদ থেকে বাঁচতে ছাতা এবং সানগ্লাস ব্যবহার করতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর