শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি: মনজু আলম

সমস্যা

আমার বয়স ২১ বছর। সমস্যা হলো আমার স্কিনটোন। পুরো বডির তুলনায় আমার মুখ এবং হাতের রং অনেকটাই বেশি গাঢ়। ইদানীং এই ব্যাপারটা আমার কনফিডেন্স লেভেলের ওপর অনেকটাই প্রভাব ফেলেছে। এই সমস্যা সমাধানের কী কোনো উপায় রয়েছে? আমাকে একটু গাইড করলে খুব উপকৃত হয়।

রেজওয়ানা হর্শিতা, সিলেট।

 

সমাধান

প্রথমেই জেনে রাখা ভালো যে বাজারে হরেকরকম স্কিন লাইটিনিং প্রোডাক্ট পাওয়া যায়। আর তাদের বিজ্ঞাপন দেখে রাতারাতি পরিবর্তন পাওয়ার আশা করাটাও বোকামি। এসব গুজবে একদম কান দেবেন না। এই সমস্যার থেকে রাতারাতি সমাধান পাওয়া মুশকিল। তবে কিছু ঘরোয়া টোটকা ধীরে ধীরে আপনার এই সমস্যার সমাধান দিতে পারে। এ জন্য অবশ্য একটু ধৈর্য ধরতে হবে। চন্দন গুঁড়ার সঙ্গে কয়েক চামচ দুধ মিশিয়ে একটা প্যাক তৈরি করে তা নিয়মিত হাতে ও মুখে লাগাতে পারেন, উপকার পাবেন। এ ছাড়া টমেটো পেস্ট, শসা পেস্ট, পাতিলেবুর রস, এক চিমটে হলুদ গুঁড়া, এক চামচ বেসম এবং পরিমাণমতো পাউডার দুধ মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবেন। এই প্যাক ব্যবহার করলে নিশ্চয়ই উপকার পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর