শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : ফাইডে

সমস্যা

আমার বয়স ১৮। আমার মাথার চুল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তবু খুশকির উপদ্রব কোনোভাবেই কমাতে পারছি না। এর সঙ্গে চুল ঝরে যাওয়ার সমস্যাও রয়েছে অনেক। এই অবস্থায় চুল ঝরা রোধ আর খুশকি ঠেকাতে আমি কী করতে পারি?

সাদিয়া তিশা, ময়মনসিংহ

 

সমাধান

যে কারও জন্য খুশকি খুব সাধারণ একটি সমস্যা বলে বিবেচিত হয়। তবে চুলের ক্ষতির পাশাপাশি ত্বকেরও ক্ষতি সাধন করতে পারে এই খুশকি। এটি চুল ঝরে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। একইসঙ্গে মুখের ত্বকের ব্রণ হওয়ার কারণও হয়। তাই খুশকি তাড়াতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। এ ছাড়াও দ্রুত কার্যকরী ফল পেতে চুলে লেবুর রস ও আমলকীর রস সমপরিমাণে মিশিয়ে চুলের গোড়াতে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। খুশকি তাড়াতে অপর একটি উপকারী প্যাক হতে পারে মেথি গুঁড়া ও টকদই। দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। এরপরও যদি খুশকির সমস্যা না যায় এবং চুল ঝরে পড়তে থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর