শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দাঁত ক্ষয় বা গর্ত হলে করণীয়

দাঁত ক্ষয় বা গর্ত হলে করণীয়

ছবি : ইন্টারনেট

দাঁতে গর্ত বা ক্ষয় হয়ে গেলে অনেক সময় আমরা তেমন গুরুত্ব দিই না, অবহেলা করে থাকি। কিন্তু এই গর্ত অনেক সময় মারাত্মক দাঁত ব্যথার সৃষ্টি করে। দাঁতে গর্ত হলে সাধারণত খাবার আটকে থাকে যা পরে পচে যায় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। যদি খাবার আটকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই গর্তটি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা ফিলিং করে নিতে হবে। আর যদি ফিলিং করে নেওয়া না হয় তাহলে এই গর্ত ধীরে ধীরে আরও গভীর হয়ে মজ্জা আক্রান্ত হয় এবং ব্যথার সৃষ্টি করে। এই পর্যায়ে অবশ্যই দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করে ব্যথামুক্ত করতে হবে। ব্যথামুক্ত হলে ক্যাপ করে নিলে আগের অবস্থায় ওই দাঁত ফিরে আসবে। আর যদি সময়ক্ষেপণ করে চিকিৎসা না নিয়ে মোড়ের দোকানের ওষুধ খেয়ে ব্যথা থামিয়ে রাখা হয়, তাহলে আবারও দাঁত ব্যথা হবে এবং ওই দাঁত নষ্ট হয়ে চোয়ালের হাড় আক্রান্ত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আরও বড় অসুখে ভুগতে হবে। তাই দাঁত ক্ষয় বা গর্ত হলে দেরি না করে দ্রুত একজন ভালো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে।

 

লেখক-

ডা. মাহমুদ আলম

সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ।

সর্বশেষ খবর