শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
কেয়ার

মোহনীয় ঠোঁট

উম্মে হানি

মোহনীয় ঠোঁট

ঠোঁট যেমনই হোক এই মৌসুমে ঠোঁটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কখনো ঠোঁট ফাটে, কখনো কালচে ভাব চলে আসে। ► ছবি : ফারহান আহমেদ

পার্টি বা অনুষ্ঠানে সাজগোজের সময় কেবল তাকে মনে পড়ে। এরকম করলে হবে? তখন কেন লিপস্টিক বসছে না বা ঠোঁট ফাটা দেখাচ্ছে, চিন্তা করে লাভ কী! একে শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, তারপর ঠোঁটের কথা আর না-ইবা বললাম! নিজের ঠোঁটকে আকর্ষণীয় দেখাতে রইল টিপস।

 

* ঠোঁট মোটা হলে হালকা শেডের লিপস্টিক লাগান। প্রথমে ঠোঁটের চারদিকে লিপলাইনার দিয়ে আউটলাইন শেপ করে নিন। এরপর বাকি অংশ লিপস্টিক দিয়ে ভর্তি করে নিন।

* ঠোঁট পাতলা হলে ব্রাইট বা ডার্ক শেডের লিপস্টিক ভালো মানাবে। লিপগ্লসও ব্যবহার করা যেতে পারে। লিপলাইনার শেড লিপস্টিকের শেডের থেকে এক শেড লাইট হলে ভালো।

* লিপস্টিক যাতে দীর্ঘক্ষণ থাকে এবং ঠোঁট যেন আর্দ্র দেখায়, তার জন্য লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে সামান্য পাউডার লাগিয়ে নিন।

* লিপস্টিক লাগানোর পর ঠোঁটে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন। ঠোঁট হালকা গ্লসি লাগবে।

* ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে একটু মিল্ক ক্রিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে খানিকক্ষণ লাগিয়ে রাখুন।

* খুব বেশিক্ষণ ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাখা উচিত নয়। সব সময় ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর