শিরোনাম
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যত আয়োজন

যত আয়োজন

২৫ বছরে রঙ বাংলাদেশ

উদ্যোগের সূচনা ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে। এর পর চলে গেছে ২৫ বছর। ২০১৫ সালে এ চলমানতায় আঙ্গিক পরিবর্তন সত্ত্বেও দিশাহীন হয়নি বরং একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস প্রচেষ্টায় নবরূপে, নবকলেবরে আরও বিকশিত হয়েছে রঙ বাংলাদেশ। অপরিসীম উৎসাহ, উদ্দীপনা আর দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে রঙ বাংলাদেশ; সময় রাঙানোর ব্রত নিয়ে। ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জের নম পার্কে ২৫ বছরপূর্তি অনুষ্ঠান পালন করে ‘রঙ বাংলাদেশ’। জন্মদিন উপলক্ষে সব কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের নিয়ে কেক কাটেন রঙ বাংলাদেশ-এর প্রধান নির্বাহী জনাব সৌমিক দাস। এর পাশাপাশি প্রতিষ্ঠানের ২০১৯ সালের বার্ষিক মিলনমেলারও আয়োজন করা হয় ওইদিন।

 

মডেল ও প্রেজেন্টার হান্ট

মডেল হওয়ার স্বপ্ন অনেকেরই রয়েছে। এবার ডায়মন্ড সিটি দিচ্ছে সেই স্বপ্নপূরণের সুযোগ।  দেশের অন্যতম ডায়মন্ড ব্র্যান্ড ‘ডায়মন্ড সিটি’ আয়োজন করেছে ‘মডেল ও লাইভ প্রেজেন্টার হান্ট-২০২০’। ১৬-৪৫ বছরের যে কোনো যুবক-যুবতী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা আগামী ১০ কিংবা ১১ জানুয়ারি যে কোনো একদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টার এর মধ্যে ডায়মন্ড সিটির শো রুমে বিস্তারিত জীবনবৃত্তান্ত ও যে কোনো সাইজের ছবি নিয়ে অডিশন দিতে পারবে। বিজয়ীদের জন্য ডায়মন্ড সিটির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও ব্র্যান্ড মডেল হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে। অডিশন ভেন্যু ডায়মন্ড সিটির বসুন্ধরা শো রুম। ফেসবুক পেইজ : facebook.com/DiamondCityBd

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর