প্রিন্ট ভার্সন
ফাগুন দিনের গান ফাগুন দিনের গান

নানা রূপে-রঙে সেজে উঠেছে প্রকৃতি। পঞ্জিকার পাতা বলছে দিন কয়েক বাদে এসে হাজির হবে ঋতুরাজ বসন্ত। শীতের জড়তা  ভেঙে রঙিন ফুলের হাসি আর পাখির কলতান মন মাতাবে সবার। ধরায় বইবে আনন্দের এক স্রোতধারা। ঋতুরাজের সঙ্গে আমাদের তারুণ্যও যেন মিলেমিশে একাকার। নেচে-গেয়ে বসন্ত বরণের কত শত আয়োজন। প্রভাব থাকবে পোশাক, সাজসজ্জা আর রীতিতেও। শীতের জড়তা ভেঙে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত।…