শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিশেষজ্ঞের পরামর্শ

ঠোঁটে কালচে ভাব!

ঠোঁটে কালচে ভাব!

ছবি : ফারহান আহমেদ

আমাদের দেশের মানুষের ত্বকের ধরন অনুযায়ী ঠোঁটে কালচে ভাব (পিগমেন্টেশন) একটি বড় সমস্যা। আর এমন সমস্যার সমাধান খুঁজে নেওয়ার আগে আমাদের সবাইকে জানতে হবে, কেন এমন হয়? ঠোঁটের কালচে ভাব (পিগমেন্টেশন) হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত চা-কফি পান। এতে আপনার ঠোঁটে কালো দাগ পড়া স্বাভাবিক। যারা বেশি বেশি রোদে যান বা ঠোঁটের যতœ কম নেন, তাদের জন্যও ঠোঁটের কালচে দাগ সমস্যা হয়ে দেখা দিতে পারে। ঠোঁটে যেসব প্রসাধনী ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষতিকর দিকও থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো আমরা না বুঝেই ব্যবহার করছি। অনেক লিপস্টিকে প্যারাফিন নামে একটি উপাদান থাকে। এটি ঠোঁটকে কালো করে দেয়। ঠোঁটের কালচেভাব-এর সমাধানে আবার অনেকেই বাজারের নানা প্রোডাক্টের ওপর ভরসা করে থাকেন। তবে বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা। তাদের মতে, ঠোঁটকে মসৃণ ও আকর্ষণীয় রাখতে তাই প্রাকৃতিক পদ্ধতিতে যতœ নেওয়াটাই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ। এতে কেমিক্যাল বা পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রক্ষা পাবে কোমল ঠোঁট। প্রতি রাতে কোমল ঠোঁটের যতœ নিতে পারেন। সে ক্ষেত্রে তুলার বল তৈরি করে তাতে গোলাপজল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগান। এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়বে এবং ঠোঁট বাড়তি যতœ পাবে। ঠোঁটের কালচে ভাবও দূর হবে। সম্ভব হলে তেজপাতা ধুয়ে তেজপাতার সঙ্গে দুধের সর ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে আলতোভাবে মুছে পরিষ্কার করে নিন। প্যাকটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ঠোঁট মসৃণ, নরম ও গোলাপি আভা দেবে। এবার আসি মেকআপের প্রসঙ্গে। ন্যাচরাল ঠোঁট পেতে লিপ কালার লাগানোর ১৫ মিনিট আগে লিপ বাম লাগান। সানস্ক্রিনসমৃদ্ধ লিপবাম হলে ভালো। না হলে দু-তিন ফোঁটা সানস্ক্রিন লাগাতে পারেন। এবার স্কিন টোনের কাছাকাছি শেডের লিপস্টিক বাছুন। স্কিন টোনোর থেকে গাঢ় রঙের লিপস্টিক পরতে পারেন। নিউড লিপ লাইনার দিয়ে ঠোট আউটলাইন করুন। ব্লটিং পেপার দিয়ে ঘষে নিন। এবার ম্যাট ফিনিশ লিপস্টিক লিপ কালার বাছুন। গ্লসি শেড তাড়াতাড়ি উঠে যায়। কালো ঠোঁট সব সময় আগে স্কিন টোনের কাছাকাছি লিপ কালার লাগানো উচিত। তারপর পছন্দের টিন্ট লাগান। মিউটেড পিঙ্ক বা আর্দি ব্রাউন ভাল লাগবে।

 

পরামর্শ দিয়েছেন :

শোভন সাহা, কসমোলজিস্ট, শোভন মেকওভার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর