সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

জনবল সংকটে ধুঁকছে ওসমানী মেডিকেল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।  কিন্তু জনবল সংকট ও যন্ত্রপাতির অপ্রতুলতাসহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে রোগীদের  সেবা নিশ্চিত করতে মারাত্মক বেগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। ৫০০ শয্যার হাসপাতালটিকে প্রায় দুই যুগ আগে ৯০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আর এখন পরিকল্পনা নেওয়া হয়েছে ২ হাজার শয্যায় উন্নীতকরণের। কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি ৫০০ শয্যার জনবল। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক জনবল নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ থেকে ৯০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বাড়েনি জনবল। হাসপাতাল সূত্র জানায়, ৯০০ শয্যার হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৪ হাজারের বেশি ও ইনডোরে ২ সহস্রাধিক রোগী চিকিৎসা নেন। ৫০০ শয্যার জন্য অনুমোদিত ৩২৮ জন চিকিৎসকের মধ্যে ১৩১টি পদ রয়েছে শূন্য। নার্সিং কর্মকর্তা এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণি ও আউটসোর্সিং কর্মচারীর ১ হাজার ৪৭৪টি পদের মধ্যে শূন্য রয়েছে ৪৩২টি পদ। জনবলের পাশাপাশি রয়েছে রোগী পরীক্ষার যন্ত্রপাতির সংকট। হাসপাতালের একটি সিটিস্ক্যান, সাতটি অ্যানেসথেসিয়া মেশিন, দুটি অটোক্ল্যাভ, পাঁচটি ডিফাইব্লেটর, পাঁচটি কম্পিউটার, পাঁচটি ডায়থারমি, সাতটি ইসিজি, একটি অ্যান্ডোসকপি, চারটি আল্ট্রাসোনোগ্রাম, দুটি ভেন্টিলেটর ও পাঁচটি এক্স-রে মেশিনসহ প্রায় অর্ধশতাধিক মেশিন অচল রয়েছে। ফলে হাসপাতালে ভর্তি রোগীদের  রোগ নির্ণয়ের বেশির ভাগ পরীক্ষা বাইরে থেকে করতে হয়। বিশেষজ্ঞদের অভিমত, রোগীদের চাপ সামলাতে ওসমানী হাসপাতালকে যেমন ২ হাজার শয্যায় উন্নীত করা প্রয়োজন, তেমনি সেবার মান বাড়াতে দূর করা প্রয়োজন জনবল সংকট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, জনবল সংকট দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। জনবল বৃদ্ধির জন্য চলতি মাসে একটি চাহিদাপত্র পাঠানো হবে। চলতি অর্থবছরের যন্ত্রপাতি ক্রয় এখনো শেষ হয়নি। শেষ হলে আরও কিছু যন্ত্রপাতি যোগ হবে। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ শ্রম ও সুবিধা দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারী সংকটেও ওসমানী হাসপাতালে কভিড-নন-কভিড রোগীদের সেবা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ খবর