শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৩। এ বয়সেই আমার মুখে, ঘাড়ে ও হাতে বয়সের চিহ্ন ভরে গেছে। -মিসেস শাহানা, বনানী, ঢাকা।

উত্তর : চিন্তার কারণ নেই। 'মেসোথেরাপি'র মাধ্যমে মুখ ও দেহের বয়সের চিহ্ন পাশর্্বক্রিয়া ছাড়াই এক সেশন চিকিৎসায় নিমর্ূল করতে সক্ষম।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। বিয়ের সময় আমি শারীরিকভাবে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে অক্ষম বা নিস্তেজ হয়ে পড়েছি।

উত্তর : আপনার রক্তে সেঙ্-হরমোনসমূহের ভারসাম্যহীনতা শনাক্ত করে কোনো যৌনরোগ বিশেষজ্ঞ সঠিক পরামর্শ দিতে পারেন।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ১৭। আমার মুখে, বুকে ও পিঠে বড় বড় ব্রণ হয়েছে। এ থেকে মুক্তি চাচ্ছি। _ সামিয়া, ঢাকা।

উত্তর : রেডিও সার্জারিতে মাত্র এক সেশনেই এসব মুখের ব্রণ নির্মূল করা যাবে।

প্রশ্ন : আমার মুখে অনেক বাদামী তিলা। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। প্লিজ তিল থেকে মুক্তির একটি সুপরামর্শ দেবেন

উত্তর : আপাতত রোদ থেকে দূরে থাকুন। না কমলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 'লেজার' চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন।

লেখক : ত্বক, যৌন ও এলার্জি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফোন : ০১১৯৯৪০০৭৮৪

 

 

সর্বশেষ খবর