* অনেক সময় গরম ঘি বা তেল ছিটকে হাতে, পায়ে, ঘাড়ে, গলায় লাগে। এমতাবস্থায় টাটকা বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। এতে ফোসকা কিংবা পোড়া ঘা হবে না। * হাত বা পায়ের আঙ্গুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন।* হঠাৎ কারও মাড়ি থেকে রক্ত পড়লে, লবণ ও সরিষার তেলের পেস্ট বানিয়ে মাড়িতে মালিশ করুন। এতে রক্ত পড়া বন্ধ হবে।* কাঁচা হলুদ বা চন্দন পরিষ্কার পাটায় বেটে পেস্ট…