শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হ্যালো ডক্টর

মাংসপেশির ব্যথা নিয়ে পাঠকদের পাঠানো নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. সফিউল্লাহ প্রধান

হ্যালো ডক্টর

প্রশ্ন : মাংসপেশিতে ব্যথার কারণগুলো কি কি?

উত্তর : মাংসপেশির ব্যথা কোনো রোগ নয়। মাংসপেশির ব্যথা অন্যান্য রোগের একটি প্রধান উপসর্গ। বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত কাজ করলে বা স্ট্রেচ পরলে ব্যথা হয়ে থাকে। তা ছাড়া আঘাত পেলে, ইনফেকশন হলে, কিছু রোগে যেমন- ফাইব্রোমায়ালজিয়া, মায়োপেথি, পুষ্টির অভাব বা স্নায়ুবিক সমস্যা হলে ওই স্নায়ু যেসব মাংসপেশিতে সংযোগ স্থাপন করে সেসব মাংসপেশিতে ব্যথা হতে পারে।

প্রশ্ন : এ ব্যথার সঙ্গে বাতের কি পার্থক্য?

উত্তর : শরীরে কোনো স্থানে ব্যথা হলেই বাতরোগ হয়েছে বলা হয়ে থাকে। আসলে শরীরে ইউরিক এসিড বেড়ে গেলে ব্যথা-বেদনা তৈরি হয়। একে বাতরোগ বলে। মাংসপেশির অন্যান্য সমস্যা, হাড় জোড়ার বা স্নায়ু সমস্যার কারণে সৃষ্ট ব্যথার সঙ্গে বাতের সম্পর্ক নেই।

প্রশ্ন : তাহলে মাংসপেশিতে ব্যথা হলে কি চিকিৎসা করতে হয়?

উত্তর : খেয়াল রাখতে হবে কিভাবে ব্যথা পেলেন বা কি কারণে ব্যথা হচ্ছে। আঘাতের কারণে ব্যথা হলে তাৎক্ষণিক ঠাণ্ডা পানি বা বরফের সেঁক উপকারে আসে। আর পুরনো ব্যথায় গরম পানির সেঁক ভালো উপকারে আসে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অত্যধিক পরিশ্রম থেকে অবশ্যই বিরত থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে।

উত্তরদাতা : চেয়ারম্যান, ডিপিআরসি

হাসপাতাল, প্রবাল হাউজিং, রিংরোড, শ্যামলী, ঢাকা।

 

 

সর্বশেষ খবর