শিরোনাম
শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

টিপস্

টিপস্

শীতের এ সময়টাতে শুষ্ক

স্কিনের জন্য একটু বেশি যত্ন দরকার। আপনার ত্বক যদি নর্মাল থেকে ড্রাই হয় তাহলে দিনে দু'বার এমন একটা ক্লিনজিং জেল দিয়ে মুখ পরিষ্কার করুন যাতে অ্যালো ভেরা আছে। একটি ফেস প্যাক নিজেই বানিয়ে নিন- এক চা চামচ গুঁড়ো দুধ, গোলাপজল আর আধ চামচ মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করুন, মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে তুলে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক লাগান। মেকআপ করার আগে লিকুইড ময়শ্চারাইজার ব্যবহার করুন। হাতের কাছে কোনো ভালো ময়শ্চারাইজিং ক্রিম রাখুন আর মাঝে মাঝে তা মুখে লাগিয়ে নিন। রাতে ঠোঁটে আমন্ড ক্রিম বা আমন্ড অয়েল লাগাতে পারেন। এ ছাড়া এ সময়টাতে সাবান দিয়ে ঘনঘন মুখ ধোয়া ঠিক নয়। এতে করে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যেতে পারে। কারণ লাবণ্যতা নির্ভর করে চেহারার ময়শ্চারাইরাইজারের ওপর।

সবচেয়ে বড় কথা সুস্থ ত্বক মানেই সুস্থ দেহ। সুতরাং ত্বকের যত্নে সচেতন হোন।

ডা. ক্যামেলিয়া রহমান

 

সর্বশেষ খবর