শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

থাইরয়েড হরমোন বেড়ে গেলে...

থাইরয়েড হরমোন বেড়ে গেলে...

মানবদেহে থাইরয়েড হরমোন নির্দিষ্ট পরিসীমা থেকে বেড়ে গেলে তাকে আমরা হাইপার-থাইরয়েডিজম বলে থাকি। নিম্নে এর বিস্তারিত দেওয়া হলো-

হাইপার-থাইরয়েডিজমের কারণ : (১) গ্রেভস ডিজিস (Graves Disese) (২) টক্সিক থাইরয়েড এডিনোমা (Toxic Thyroid Adenoma) (৩) টক্সিক মাল্টিনডিউলার গয়টার (Toxic Multinoduler Goiter) (৪) থাইরয়েড প্রদাহ  (৫) অতিরিক্ত হরমোনজনিত ওষুধ সেবন। (৬) মহিলাদের সন্তান প্রসবের পর হাইপার-থাইরয়েডিজম হতে পারে।

লক্ষণ : (১) অতিরিক্ত ঘেমে যাওয়া (২) গরম সহ্য করতে না পারা (Heat Intolerance) (৩) খিঁচুনি (Thyroidctomy) (৪) ওজন কমে যাওয়া (৫) ক্ষুধা বৃদ্ধি (৬) বার বার মলত্যাগ (৭) বুক ধড়ফড় (৮) গলায় ফোলা মাংসপিণ্ডের আবির্ভাব।

চিকিৎসা : (১) রেডিও একটিভ আয়োডিন থেরাপি (২)  এন্টি থাইরয়েড মেডিসিন (৩) বেটা ব্লকার (৪)

সার্জারি (ঞযুৎড়রফপঃড়সু)

হাইপো-থাইরয়েডিজমের কারণ : (১) শরীরে আয়োডিনের ঘাটতি (Iron Deficiency) (২) ডায়াবেটিস (Diabetes mellitus Tupe 1) (৩) রক্তশূন্যতা Anaemia (৪) মিস্থেনিয়া গ্রাভিস ডিজিস (Myasthenia Gravis) (৫) বাতজনিত সমস্যা (Rheumotiod Arthritis) (৬) সিরিয়াক ডিজিস (Celiac disease) (৭) সিস্টেমিক লুপাস ইরাইথেমেটসাস (Systemic lupus erythematosus) (৮) থাইরয়েড সার্জারি (Thyrold Surgery) (৯) ক্যান্সারজনিত রেডিয়েশন থেরাপি (Cancer linduced Radiation Therapy)

লক্ষণ/উপসর্গ : (১) কোষ্ঠ কাঠিন্য (Constipation) (২) বিষণœতা (Depression) (৩) ঋতুস্রাবে পরিবর্তন (Chages in Menstrual cycle) (৪) চুল পড়া (Hair loss) (৫) শুষ্ক ত্বক (Dry skin) (৬) অবসাদগ্রস্ততা (Fatigue) (৭) ঠাণ্ডা সহ্য করতে না পারা (Cold Intolerance) (৮) হৃদস্পন্দন কমে যাওয়া (Slow Heart Rate) (৯) ওজন বৃদ্ধি (১০) অস্থিসন্ধিতে

(১১) স্মৃতিশক্তি লোপ।

চিকিৎসা : (১) থাইরয়েড হরমোন মেডিকেশন (২) লক্ষণ ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা। তাই লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেলে সতর্ক হতে হবে। প্রয়োজনে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কারণ প্রতিকার নয়, প্রতিরোধই সর্বদা উত্তম। তাই হেলাফেলা না করে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যের প্রতি। হতে হবে যত্নবান। তাহলেই গড়ে উঠবে সুস্থ ও সতেজ দেহ।

ডা. এম এস মলি, এইচএমও, ঢাকা মেডিকেল

কলেজ ও হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর