শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রেসক্রিপশন

মাড়ি ফিট তো আপনি হিট

মাড়ি ফিট তো আপনি হিট

বাংলাদেশের অনেক মানুষই মাড়ির রোগে ভুগছেন। মাড়ি লাল হয়ে যাওয়া, দাঁতে ব্যথা, দাঁত নড়বড়ে হয়ে যাওয়া।

কেন হয় মাড়ির রোগ

বসবাসের উপযুক্ত পরিবেশ থাকায় মুখে গহ্বর হলে ব্যাকটেরিয়ার আবাস ভ‚মি ব্যাকটেরিয়া ও খাদ্য কণার সঙ্গে মিশে প্লাগ তৈরি করে। নিয়মিত ব্রাশ না করলে প্লাগ শক্ত হয়ে টারটার তৈরি করে। এই প্লাগ ও টারটার যখন মাড়ির ওপর প্রদাহ করে তখন একে জিনজিভাইটিস বলে। এক্ষেত্রে চোয়ালের হাড়ের ক্ষতি হয় না। যখন হাড়েরও ক্ষতি হয় তখন পেরিয়োডন্টাইটিস বলে।

চিকিৎসা :  ভালোভাবে দাঁত পরিষ্কার করা (স্কেলিং এবং রুট প্লানিং), ক্লোরে হ্যাক্সাডিন সমৃদ্ধ মাউথ ওয়াশ ব্যবহার করা ডিক্সিসাইক্লিন সমৃদ্ধ জেল ব্যবহার করা, এ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ করা।

ডা. আশরাফ আলী বিশ্বাস

ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর