রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেরুদণ্ডে আঘাতজনিত ব্যথায় করণীয়

আমাদের দেশে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন রকম সড়ক দুর্ঘটনা। যার ফলে কিছু মানুষ অকালে জীবন হারাচ্ছেন এবং পাশাপাশি পঙ্গুত্ববরণ করছেন অসংখ্য মানুষ। এর মধ্যে কেউ হাত, কেউ পা আবার কেউবা মেরুদণ্ডে আঘাত পেয়ে হারাচ্ছেন হাঁটাচলার ক্ষমতা। কেউ যদি মেরুদণ্ডে আঘাত পেয়ে থাকে তাহলে তাকে সোজা করে শুইয়ে দেন এবং দ্রুত রোগীকে কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে, পাশাপাশি রোগীর আঘাতের পরিমাণ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সারভাইক্যাল স্পাইনের  প্যারাফ্লেজিয়া বা চার হাত-পা অবশ হয়ে যেতে পারে এবং লম্বোর স্পাইন বা কোমরের জন্য দুই পা অবশ হয়ে যেতে পারে। রোগী প্রস্রাব ও পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। এসব ক্ষেত্রে রোগীর ক্ষতি বা আঘাতের পরিমাণ নির্ণয় করে কখনো স্কেলিটাল বা টং ট্রাকশন কখনো পেলভিক ট্রাকশন দেওয়ার প্রয়োজন পড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ে। পাশাপাশি রোগীর পুনর্বাসনের জন্য চাই দীর্ঘমেয়াদি  ফিজিওথেরাপি চিকিৎসা যা ধীরে ধীরে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। মেরুদণ্ডে আঘাতজনিত প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে আবার আগের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্য ওষুধের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে একজন আঘাত পরবর্তী প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সম্পূর্ণ পুনর্বাসন করা সম্ভব।  ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে পুনর্বাসনের জন্য একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে থাকেন। যার মধ্যে ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ, প্যারালাল বার এক্সারসাইজ, গেইট রি-এডুকেশন এক্সারসাইজ,  ইলেক্ট্রোথেরাপি বা ইলেক্ট্রিক্যাল ইস্টিমুলেশন থেরাপি, বাউএল-ব্লাডার ট্রেনিং ইত্যাদি।

ডা. এম ইয়াছিন আলী

চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

সর্বশেষ খবর