মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

ডায়াবেটিস বর্তমানে অন্যতম রোগ হিসেবে বিবেচিত হচ্ছে সারা বিশ্বে। এমনকি আমাদের দেশেও বেড়েই চলেছে এ রোগীর সংখ্যা। অপরদিকে পায়ুপথের বিভিন্ন সমস্যাও প্রকট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ডায়াবেটিস রোগীদের পায়ুপথের সমস্যা হলে সেটি কি যাদের ডায়াবেটিস নেই তাদের মতো হবে নাকি অন্যরকম হবে? ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অন্যান্য রোগীর মতো পায়ুপথের সব রোগ যেমন পাইলস, ফিস্টুলা, এনালফিসার,  ক্যান্সারসহ সব রোগই হয়, বরং কোনো কোনো রোগ তাদের সাধারণ মানুষের চেয়ে বেশি হয়।  ডায়াবেটিস রোগীদের পায়ুপথের এসব রোগ হলে জটিলতার হার বেশি। ডায়াবেটিস রোগীদের রক্তে শরীরে রোগ প্রতিরোধী যেসব কণিকা যেমন স্বেতকণিকা থাকে, তাদের কর্মক্ষমতা কমে যায়, ফলে রোগজীবাণুু আক্রমণ করলে সহজে প্রতিরোধ করতে পারে না। ডায়াবেটিস রোগীদের রক্তনালি শুকিয়ে যায়, ফলে কোনো স্থানে ক্ষত ইত্যাদি হলে রক্ত কণিকা এসে সেই ক্ষত দূর করতে অসুবিধা হয়।

অধ্যাপক ডা. এসএমএ এরফান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর