শিরোনাম
সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বুকের ব্যথাকে অবহেলা নয়

ডা. আমিরউজ্জামান খান

বুকের ব্যথাকে অবহেলা নয়

বুকে ব্যথা একটা লক্ষণ। এই লক্ষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। হৃিপণ্ডের রোগের জন্য যদি বুকে ব্যথা হয় তবে সেই লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। হৃিপণ্ডের বিভিন্ন রোগের জন্য বুকে ব্যাথা হতে পারে। এর মধ্যে অন্যতম Ischaemic Heart Disease ev Coronary Artery Disease| Acute MI হৃিপণ্ডের একটি কঠিনতম রোগ এই রোগের কারণে রোগীর বুকে তীব্র ব্যথা, বমি সঙ্গে সঙ্গে ঘাম হতে পারে। তবে এ রোগ পুরুষদের ক্ষেত্রে ৪০ ঊর্ধ্ব ও মহিলাদের ক্ষেত্রে ৪৫ ঊর্ধ্ব। এ বুক ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে এবং বুক aodo করতে পারে। অনেক রোগী আছেন যারা বুকে ব্যথা হলে অবহেলা করে। Antacid Syrup অথবা Tablet খেয়ে ফেলেন। অনেক রোগী আছেন হাঁটাহাঁটি করলে বুক ব্যথা করে এবং বিশ্রাম নিলে বুক ব্যথা কমে যায় এ ধরনের লক্ষণের রোগীদের Ischaemic Heart Disease থাকার সম্ভাবনা অনেক বেশি। অনেকের আবার পেট ভরে খাবার পর বুক ব্যথা হতে পারে। এ রোগীদের ও Ischaemic Heart Disease থাকার সম্ভাবনা অনেক বেশি। বুক ব্যথার আরও অনেক কারণ আছে এর মধ্যে Aortic Stenosis বলে হৃিপণ্ডের Valve এর এই রোগের জন্য বুকে ব্যথা হতে পারে| Rheumatic Fever থেকে এই রোগ হতে পারে অথবা বয়স বৃদ্ধির সঙ্গে হৃিপণ্ডের Aortic Valve যদি সরু হয়ে যায় তবে সেই ক্ষেত্রেই Aortic Stenosis হতে পারে। Pericardium নামের হৃিপণ্ডের একটা Covering আছে, এই Pericardium-এ যদি কোনো Viral Infection, Bacterial Infection অথবা Tubercular Infection এর জন্যও বুকে ব্যথা হতে পারে। এ ছাড়া Pneumothorax নামের ফুসফুসের রোগের জন্যও বুকে ব্যথা হতে পারে। অনেক  সময় হঠাৎ করে Heavy Exercise করার পর, রাতে ঘুমানোর সময় বুকের Muscle ও জরন এর ব্যথার জন্য বুকে ব্যথা হতে পারে। এই ব্যথাটা ক্ষণস্থায়ী এবং Paracetamol খেলে ধীরে ধীরে কমে যেতে পারে। হৃিপণ্ডের রোগের জন্য যদি বুকে ব্যথা হয় তবে কখনোই এই ব্যথাকে অবহেলা করা উচিত নয়। অনেকে দীর্ঘদিন যাবৎ বুকে ব্যথা অনুভব করে, যখন সিঁড়ি দিয়ে উপরে উঠেন অথবা খাবার পর বুকে ব্যথা অনুভব করেন। এসব রোগীর কখনোই বুকের ব্যথা অবহেলা করতে নেই।

লেখক : ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর