abcdefg
health || Bangladesh Pratidin

শিরোনাম
ব্যথার নাম ডিসমেনোরিয়া ব্যথার নাম ডিসমেনোরিয়া

দেশের প্রায় ৫০% মেয়ে মাসিকের ব্যথায় ভোগে। ৫-১০% ক্ষেত্রে এই ব্যথা তীব্র হতে পারে। একে ডিসমেনোরিয়া বলে। এ ব্যথা দুই ধরনের, প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি : সাধারণত অল্প বয়সী মেয়েদের মাসিকের শুরু হতে ২৫ বছর বয়সের মধ্যে এই ব্যথা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ জরায়ুর মাংসের সংকোচন করে, ফলে এই ব্যথা হয়। সেকেন্ডারি : সাধারণত ২৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের মাসিকের ব্যথাকে সেকেন্ডারি বলে ধরে নেওয়া হয়। প্যাথলজিক্যাল কারণেই সাধারণত এই ব্যথা হয়। কারণগুলো হলো— ১. জরায়ুতে বিনাইন টিউমার (ফাইব্রয়েড) ২. এন্ড্রোমেট্রিয়সিস (জরায়ুর বাইরে ডিম্বাশয়ে বা এর আশপাশে জরায়ুর টিস্যু ও রক্ত জমাট বেঁধে সিস্ট হয়ে এই ব্যথা হতে পারে।) ৩. এডিনোমায়োসিস (জরায়ুর মাংসের ভিতর রক্ত জমে সিস্ট হওয়া। ৪. জরায়ুর ইনফেকশন (পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ) বা পিআইডি ৫. পেলভিক টিউবারকুলোসিস রোগ নির্ণয় : রোগীর ব্যথার…

সর্বশেষ খবর