শিরোনাম
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

পঁয়ত্রিশোর্ধ্ব নারী-পুরুষের ঘাড় ব্যথার অন্যতম প্রধান কারণ স্পন্ডাইলোসিস। যাকে সহজ ভাষায় ঘাড়ের হাড়ের ক্ষয় বা হাড়  বেড়ে যাওয়া রোগ বলে। যদিও ঘাড় ব্যথাই সারভাইক্যাল স্পন্ডাইলোসিসের প্রধান উপসর্গ, তথাপি এই রোগে মাথা ব্যথা, মাথা ঘোরা বা বুক ব্যথার মতো ব্যতিক্রমী উপসর্গও থাকতে পারে। সারভাইক্যাল স্পন্ডাইলোসিসের কারণে অনেক সময় ঘাড়ে ব্যথাই অনুভূত হয় না। রোগী বলেন মাথা ঘুরছে অথবা বুকে ব্যথা অনুভূত হচ্ছে।

স্পন্ডাইলোসিসের লক্ষণ ব্যথা ঘাড় থেকে হাতে চলে যায়। অনেকের হাতে ঝিঁ ঝিঁ ধরে। পিঠে বুকে ব্যথা ছড়িয়ে পড়ে। ঘাড় ডানে-বামে বা সামনে  পেছনে ঝোঁকাতে কষ্ট হয়। অনেকে উপরের দিকে তাকাতে পারেন না। স্পন্ডাইলোসিসের সবচেয়ে কার্যকর চিকিৎসা আইপিএম। কারণ নির্ণয় হওয়া মাত্রই চিকিৎসা শুরু করতে হবে। ব্যথা বা অন্যান্য উপসর্গ সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত আইপিএম চালিয়ে যেতে হবে।

 

ডা. মোহাম্মদ আলী, পরিচালক,

এইচপিআরসি, উত্তরা, ঢাকা। ফোন: ০১৮৭২৫৫৫৪৪৪

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর