শিরোনাম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেসক্রিপশন

পুরুষের প্রস্টেট গ্রন্থিটি বহু গ্লান্ড ও পেশির সমন্বয়ে গঠিত।

যে কোনো কারণে প্রস্টেট প্রদাহ হলে তাকে প্রস্টেটাইটিস বলে। সাধারণত ৪০ বছরের বেশি বয়স হলে প্রস্টেট গ্লান্ডে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তবে কোনো প্রকার আঘাত, যেমন- দীর্ঘদিন সাইকেল চালানো, শক্ত বস্তুর ওপর বসা প্রভৃতি কারণে যে কোনো বয়সেই সমস্যা দেখা দিতে পারে।

লক্ষণসমূহ : প্রস্রাব  ত্যাগকালীন অসহ্য যন্ত্রণা, ধপধপানির ন্যায় ব্যথা, শীত শীত ভাব, ক্রমাগত প্রস্রাব করার ইচ্ছা থাকা সত্ত্বেও অল্প অল্প প্রস্রাব নিঃসরণ হয়। প্রস্টেট গ্লান্ড প্রদাহিত হলে মূত্রথলির গ্রিবাদেশে বেদনা অনুভূত হয়। এ ছাড়া পেরিনিয়াম ও রেকটামে এক ধরনের ধপধপানি বেদনা শুরু হয়ে আস্তে আস্তে কোমর ও পায়ের দিকে প্রসারিত হয়। প্রদাহটি দীর্ঘদিন হলে এক পর্যায়ে এর মধ্যে পুঁজের সঞ্চার হয়, তখন পরিণতি মারাত্মক আকার ধারণ  করে। বয়স বৃদ্ধির সঙ্গে কারও কারও প্রস্টেট গ্লান্ড বৃদ্ধি পায়। একে Enlarged prostate বলে। উপরোক্ত সমস্যাগুলো স্থায়ী হলে প্রস্রাবে অবরুদ্ধতা হয়ে Kidney failure সহ Prostate ও মূত্রযন্ত্রসমূহে ক্যান্সারের মতো জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। শুরুতেই কিছু পরীক্ষা করে রোগ সম্পর্কে নিশ্চিত হয়ে চিকিৎসা নিলে সুস্থতা লাভ করা যায়।

ডা. মো. কালাম আজাদ

কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা।

ফোন: ০১৯২৮৭০৫০৩০

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর