বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

আঙ্গুল ফোটানো খারাপ না ভালো

আঙ্গুল ফোটানো অনেকের নিত্যনৈমিত্তিক অভ্যাস। অনেকেই বলেন, আঙ্গুল ফোটালে অনেক ভালো লাগে। তবে আঙ্গুল ফোটানো অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আমাদের প্রত্যেক আঙ্গুলে চারটি জয়েন্ট থাকে। এগুলো আমাদের আঙ্গুলকে নড়াচড়া করতে সাহায্য করে। যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত আঙ্গুল ফোটাই তখন অস্থিসন্ধির অভ্যন্তরীণ আর্টিকুলার কার্টিলেজের ক্ষয় বাড়তে থাকে। এটি পরে আঙ্গুলকে অস্থি সন্ধিগুলোর ক্ষয়জনিত বাতরোগ- অস্টিওআর্থ্রাইটিসের দিকে ঠেলে দেয়। এতে আঙ্গুলের জোড়ায় ব্যথার সৃষ্টি হয়। কখনো কখনো আঙ্গুলের জোড়াগুলো ফুলে যেতে পারে। আঙ্গুল নাড়াতে কষ্ট হয়। ব্যথার জন্য হাত মুট করতে কষ্ট হয়। হাত দিয়ে কোনো কিছু ধরতে সমস্যা হয়। তা ছাড়া যারা আগে থেকেই অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, যাদের  বয়স পঞ্চাশের ঊর্ধ্বে, তারা আঙ্গুল ফোটালে ফ্রাকচার  বা হাড় ভেঙে যেতে পারে।

ডা.  এম ইয়াছিন আলী

চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসাপাতাল, ধানমণ্ডি, ঢাকা।

সর্বশেষ খবর