বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

অনেকেই মনে করেন মূত্রপ্রদাহ মানেই গনোরিয়া, কথাটি মোটেই সত্য নয়। মূত্রপ্রদাহ তথা মূত্রপথের নিঃসরণ গনোরিয়া ছাড়াও অনেক কারণেই হয়। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লামাইডিয়া। গনোরিয়াবিহীন এই প্রদাহের শতকরা ৫০ শতাংশই হচ্ছে ক্লামাইডিয়ার কারণে। মূত্রপথে প্রদাহ বা জ্বালা-যন্ত্রণা হলেই আমরা গনোরিয়া হয়েছে বলে ধরে নিই। কিন্তু এ ধারণাটা মোটেও সত্য নয়। এমন কিছু যৌনরোগ আছে যার উপসর্গ প্রায় গনোরিয়ার মতোই। ডাক্তারের কাছে উপস্থিত হলে প্রথমেই তারা গনোরিয়ার পরীক্ষা করতে পাঠান। কিন্তু দেখা যায় রেজাল্ট নেগেটিভ। তাহলে কি আমরা ধরেই নেব যে, তার গনোরিয়া বা কোনো যৌনরোগ হয়নি? তা কিন্তু মোটেও সত্য নয়। মূত্রপথে প্রদাহের একটি অন্যতম কারণ ক্লামাইডিয়া শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে। এ রোগের অন্যান্য কারণ হচ্ছে ইউরিয়া প্লাজমা ইউরিয়ালাইটিকামের পরিমাণ হচ্ছে শতকরা ১০ থেকে ১৫ ভাগ। এছাড়াও হারপিস সিমপ্লেক্স, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, মাইকোপ্লসেমা, ক্যানডিডা এলবিকানস থেকেও এ রোগ হতে পারে। আমাদের কয়েকটি রোগ যা কিনা যৌনরোগের আওতায় পড়ে না, তা নিয়েও অবশ্যই ভাবতে হবে। তার মধ্যে একটি হচ্ছে রাইটারস ডিজিস। মূত্রপথ প্রদাহ ছাড়াও চক্ষুপ্রদাহ ও গিড়ায় ব্যথার উপসর্গ দেখা দেয়।

ডা. দিদারুল আহসান

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর