রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হেলথ কর্নার

স্বাস্থ্য ডেস্ক

অ্যাপনিয়া অর্থ শ্বাসহীনতা। স্লিপ অ্যাপনিয়া তিন রকম— ১. নাক ও গলায় বাধাজনিত, ২. মস্তিষ্ক নিয়ন্ত্রিত এবং ৩. মিশ্র ধরনের। তিন প্রকারের মধ্যে বাধাজনিত অ্যাপনিয়ার রোগী সবচেয়ে বেশি দেখা যায়। যে কারণেই হোক অ্যাপনিয়ার চিকিৎসা না করা হলে রোগীর শ্বাস বারবার কিছু সময়ের জন্য বন্ধ তাকে। কখনো সারারাত শতবার এমন হয়। কখনো  এক-দুই মিনিটের জন্য বা তার বেশিও হতে পারে। মস্তিষ্কে কোনো কারণে অ্যাপনিয়া হলে যেসব মাংসপেশি শ্বাস নেওয়ার কাজ করে তারা সংকেত

পাওয়া থেকে বঞ্চিত থাকে।

তাই এরকম সমস্যা দেখা দিলে প্রাথমিক অবস্থা থেকে চিকিৎসা নেওয়া উত্তম। অন্যথায় জটিলতা বাড়তে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর