উত্তরাঞ্চলে বন্যা উপদ্রুত এলাকার নিম্নাঞ্চলসহ বসতবাড়ির অনেক অংশই পানির নিচে তলিয়ে যাওয়ায় পানীয় জল ও বর্জ্য পদার্থ মিলেমিশে একাকার। এ সময় স্বাস্থ্যসচেতন না হলে দেখা দিতে পারে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, পেটের পীড়া, ভাইরাল হেপাটাইটিস, চর্মরোগসহ নানা রোগ। তাই অবহেলা না করে এ বিষয়ে নিতে হবে সতর্কতামূলক পদক্ষেপ। বিশুদ্ধ পানি : বন্যার সময় পানির উত্স দূষিত হয়ে যায়। তাই পানি ভালোমতো…