শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
প্রেসক্রিপশন

শিশুর চোখে জন্মগত ছানি

কনজেনিটাল ক্যাটারেক্ট বলতে শিশুর জন্মগত চোখের ছানিকে বোঝায়। কনজেনিটাল ক্যাটারেক্ট শিশুর একচোখে বা দুচোখেই হতে পারে।

কারণ : শিশুর জন্মের সময়কাল থেকেই যা নানা কারণে হতে পারে এর মধ্যে ৫০%ই বংশগত। সেই সঙ্গে ইনফেকশন, মেটাবোলি জমজনিত সমস্যা, ডায়াবেটিস, ট্রমা বা আঘাত, ঘা অথবা ওষুধের প্রতিক্রিয়া থেকেও হতে পারে।

পরীক্ষা : রেড রিফ্লেক্স টেস্ট, রেটিনস্কপি, ল্যাবরেটরি টেস্ট। এই পরীক্ষাগুলো দ্বারা শিশুদের জন্মগত ত্রুটি নিশ্চিত হয়।

চিকিৎসা : সাধারণত শিশুর জন্মগত চোখের ছানির চিকিৎসা সার্জিক্যাল হয়, যত দ্রুত সম্ভব ছানির সার্জিক্যাল অপসারণ না করা হলে পরবর্তীতে এম্বায়পিয়া  হতে পারে। শিশুর জন্মের পর পরই তার চোখের পুরোপুরি উন্নতি ও দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য যদি একচোখে ছানি থাকে তা জন্মের ৬ সপ্তাহের মধ্যে, এবং দুচোখে ছানি থাকে তা জন্মের ১০ সপ্তাহের মধ্যে সার্জিক্যাল অপসারণ করতে হবে।

ডা. এম এস মলি

এমবিবিএস, এমফিল (খাদ্য ও পুষ্টি, ডিইউ)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর