মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
প্রেসক্রিপশন

যেসব কারণে চুল পড়তে পারে

যেসব কারণে চুল পড়তে পারে

ক্লান্তি, অবসাদ, ভুল ডায়েটসহ বিভিন্ন কারণে খুব কম বয়সেই চুল পড়তে পারে। স্বাভাবিকভাবে মানুষের প্রতিদিন গড়ে একশটির মতো চুল পড়ার কথা বলা হয়। কিন্তু এর চেয়ে বেশি পড়লে সেটি চিন্তার কারণ হতে পারে।

অতিরিক্ত চুল পড়ার লক্ষণ দেখা দিলে আগে থেকেই সতর্ক হতে হবে। শুরু থেকেই যত্ন না নিলে কিন্তু মাথায় টাক পড়তে বেশি সময় লাগবে না। সঠিক কারণগুলো জানা থাকলে তবেই আপনি চুল পড়ার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

ক্লান্তি ধীরে ধীরে আমাদের শরীরের নানা ক্ষতি করে। চুল পড়াতেও অনুঘটক হিসেবে কাজ করে শারীরিক ও মানসিক ক্লান্তি। মাতৃত্বের কারণে অনেক নারীই চুল পড়ার সমস্যায় ভোগেন। যদিও বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই সন্তান জন্মের তিন মাস পর মাথায় ফের চুল গজায়। তবে কারও কারও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীরে ভিটামিন-‘এ’র অভাব হলে মাথার চুল ঝরতে শুরু করে। প্রোটিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরে প্রোটিনের অভাব হলেই চুল পড়ার সমস্যা হয়। অনেকে বংশগতভাবে চুল পড়ার শিকার হন। অনেকের হরমোন জনিত কারণে কম বয়সে চুল পড়ে যায়। শরীরে আয়রনের ঘাটতি হলে নানা ধরনের শারীরিকসমস্যা হয়।  শরীরে ভিটামিনের ঘাটতি কমাতে ডিম, শাকসবজি ও মাছ খেতে হবে প্রচুর পরিমাণে।

ডা. দিদারুল আহসান

চর্মরোগ বিশেষজ্ঞ, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর