মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হেলথ টিপস

স্বাস্থ্য ডেস্ক।

মেছতা খুব সাধারণ একটি চর্মরোগ। গালে বা কপালে কালো অথবা বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ দেখা গেলে তাকে আমরা মেছতা বা মেছতা বলি।

কাদের হয় : মধ্যবয়সী মহিলাদের এ রোগ বেশি দেখা যায়। পরিসংখ্যান অনুযায়ী ৩০ শতাংশ মহিলা আক্রান্ত হয় এবং পুরুষদেরও মেছতা হয়ে থাকে। ইদানীং অল্প বয়সী মেয়েদের মেছতা দেখা যাচ্ছে।

সমস্যা : কোনো রকমের চুলকানি বা জ্বালা যন্ত্রণা হবে না, কিন্তু দেখতে খারাপ দেখায় এবং  বিব্রত অবস্থায় পড়তে হয়।

কেন হয় : নানা কারণে  হতে পারে, তবে সবচেয়ে বেশি কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি। তাছাড়া কিছু নিম্নমানের প্রসাধন সামগ্রী ব্যবহার ইত্যাদি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর