মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডায়াবেটিসজনিত শারীরিক অক্ষমতায় করণীয়

ডায়াবেটিস দেহের প্রতিটি সিস্টেমকেই ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘদিনের ডায়াবেটিসে চোখ, কিডনি, হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্র, ত্বক, সন্ধি বা জয়েন্ট, প্রজননতন্ত্রসহ দেহের প্রতিটি তন্ত্রই তার স্বাভাবিক কার্যকারিতা হারিয়ে রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগীর মাংসপেশির কর্মক্ষমতা আস্তে আস্তে কমে আসে, পাশাপাশি ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে হাত ও মাংসপেশি প্যারালাইসিসে আক্রান্ত হয়। জোড়ার ভিতর বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে অকেজো হয়ে পড়ে। এতে জোড়ায় ব্যথা হবে, ফুলে যাবে, হাঁটা, চলাফেরা, কাজকর্মের ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। রোগী গোসল, জামা কাপড় পরিধান করতে, মারাত্মক অসুবিধার সম্মুখীন হন। অনেক সময় মাংসপেশির অসারতা, হাড় ও জোড়ার ক্ষতি হওয়ার ফলে রোগী পড়ে গিয়ে হাড় ও জোড়া ভেঙে যায়। দীর্ঘদিন রোগভোগের কারণে রোগী এক পর্যায়ে পঙ্গুত্ববরণ করে বা জীবননাশ ঘটে। তাই ডায়াবেটিসের কারণে শরীরের অসারতা, হাড় ও জোড়া ব্যথায় কথায় কথায়  ব্যথানাশক ওষুধ মোটেও খাওয়া উচিত নয়। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি অকেজো ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। শারীরিক অক্ষমতার পরিমাণ নির্ণয় করে বিভিন্ন থেরাপি দিলে রোগী সুস্থ থাকেন।

ডা. সফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান, ডিপিআরসি হাসপাতাল, প্রবাল হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।

সর্বশেষ খবর