সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রেসক্রিপশন

প্রসব-পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ

গর্ভকালের আগে বা গর্ভকালীন সময়ে যাদের থায়রয়েড ফাংশন ভালো ছিল, তারাও এতে আক্রান্ত হতে পারে। লক্ষণগুলো দুপর্যায়ের হতে পারে ; প্রথম পর্যায়ের লক্ষণগুলো : বুক ধড়ফড় করা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ঘন ঘন পায়খানা হওয়া, উত্তেজনা, মানসিক বিষাদগ্রস্ততা; হাত পা কাঁপা, গরম সহ্য করতে না পারা। এ লক্ষণগুলো প্রসবের পরের এক থেকে চার মাসের মধ্যেই সাধারণত দেখা দেয়। পরবর্তী পর্যায়ের লক্ষণগুলো হলো- শারীরিক দুর্বলতা, শীত সহ্য করতে না পারা, ত্বক শুকনো লাগা, কোষ্ঠকাঠিন্য, অবষণ্নতা ও ওজন বৃদ্ধি পাওয়া। এ লক্ষণগুলো পরবর্তী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু হয়ে ১২ মাস পর্যন্ত থাকতে পারে। এর সঠিক কারণটি এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এদের প্রায় সবারই রক্তে এন্টিথায়রয়েড, এন্টিবডি থাকে। যা এ ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইপ-১ ডায়াবেটিস, প্রসব-পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহের আগের ইতিহাস পরিবারের আর কারও  থাকলে প্রসব-পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ হওয়ার ঝুঁকি বেশি। অনেক সময়ই রোগ শনাক্তকরণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে যায়।

ডা. শাহজাদা সেলিম

এন্ডোক্রাইনোলজি বিভাগ বিএসএমএমইউ, ঢাকা।

সর্বশেষ খবর